রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য (ভিসি) নিয়োগ না দিলে রংপুরসহ উত্তরাঞ্চল অচল করে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন। মানববন্ধনে বক্তৃতা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন, বাংলা বিভাগের শিক্ষার্থী সামছুজ্জামান সুমন প্রমুখ।
বক্তারা বলেন, আবু সাঈদ জীবন দেওয়ার পর পুরো দেশের আন্দোলন বেগমান হয়ে উঠল। সেই আবু সাঈদের ক্যাম্পাসে কোনো বৈষম্য মানা হবে না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস থেকে উপাচার্য শূন্য। এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।