বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ধাক্কা লেগেছে ভারতীয় ওষুধ রপ্তানি এবং চিকিৎসা পর্যটন শিল্পে। বিশেষ করে পেমেন্ট আটকে যাওয়া, শিপমেন্টে বিলম্ব এবং আমদানিকারকেরা সময়মতো সাড়া না দেওয়ার মতো সমস্যায় ভুগছে ভারতীয় ওষুধ কোম্পানিগুলো।
সেই সঙ্গে ভিসা জটিলতার কারণে ভারতের চিকিৎসা পর্যটন খাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিসা না পাওয়ায় বাংলাদেশি রোগীরা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছেন। কিছু ক্ষেত্রে অনেকে দেশেই চিকিৎসা নিচ্ছেন।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অব ইন্ডিয়ার (ফার্মেক্সিল) তথ্য মতে, এখন ভারতীয় কোম্পানিগুলো প্রচুর বকেয়া এবং আর্থিক স্থিতিশীলতার বিষয়ে উদ্বেগের কারণে বাংলাদেশে পণ্য সরবরাহ করতে দ্বিধা করছে।