স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় হঠাৎ নোটিফিকেশন বা বার্তা এলে মনোযোগে সমস্যা হয়। ঘন ঘন নোটিফিকেশন আসতে থাকলে অনেকে বিরক্তও হন। তবে গুগল ক্রোমের নতুন সেফটি ফিচার আপনাকে দেবে এসব বিরক্তিকর নোটিফিকেশন থেকে মুক্তি।
গুগল ক্রোমের সেফটি ফিচারের এই নতুন সুবিধার সাহায্যে পাস্কি ওয়েবসাইট নোটিফিকেশন ক্যানসেল করে দিতে পারবে ব্যবহারকারীরা। পিক্সেলসে ইতোমধ্যেই তা চলে এসেছে। এবার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও তা আসতে শুরু করেছে। থাকছে একটি আনসাবস্ক্রাইব বাটন। সেখানে ক্লিক করে দিলেই বন্ধ হয়ে যাবে।