স্ট্রোকের যে লক্ষণগুলো অবহেলা করবেন না

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৭

স্ট্রোক যে কারও ঘটতে পারে, কিন্তু প্রাথমিক লক্ষণগুলো চিনতে পারলে জীবন বাঁচানো সহজ হতে পারে। মস্তিষ্কের অংশে রক্ত ​​​​প্রবাহ বাধাগ্রস্ত হলে স্ট্রোক হতে পারে। বিশ্বজুড়ে স্ট্রোক হলো মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। এই ক্ষতি কমানোর একমাত্র উপায় হলো দ্রুত পদক্ষেপ নেওয়া। কিছু স্ট্রোকের আগে ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক (TIAs) ঘটতে পারে, যা মিনি-স্ট্রোক নামেও পরিচিত। স্ট্রোকের কিছু লক্ষণ আছে যেগুলো অবহেলা করা যাবে না। চলুন জেনে নেওয়া যাক-


অনুভূতি কাজ না করা


দৃষ্টি, শ্রবণ বা স্পর্শের অনুভূতি হঠাৎ কাজ না করলে দ্রুত চিকিৎসকের কাছে যান। এই ক্ষতি হঠাৎ ঘটতে পারে এবং বড় বা আংশিক হতে পারে। তখন কোনোকিছু স্পর্শ করলেও অনুভূতি পাওয়া যাবে না হঠাৎ চোখে অন্ধকার দেখার ক্ষমতা চলে যাবে। এ ধরনের সমস্যা সাময়িক হলেও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই দ্রুত চিকিৎসা নিতে হবে।



দৃষ্টি সমস্যা


দৃষ্টি সমস্যা যেমন দ্বিগুণ দৃষ্টি, ঝাপসা দৃষ্টি, বা এক বা উভয় চোখে দৃষ্টি সম্পূর্ণ হারানো স্ট্রোকের আরেকটি সাধারণ প্রাথমিক লক্ষণ। আক্রান্ত ব্যক্তির পক্ষে কাজে মনোযোগ দেওয়া বা কোনোকিছু বুঝতে অসুবিধা হতে পারে। এই গুরুতর দৃষ্টি সমস্যা সাধারণত মস্তিষ্কের রক্ত ​​​​সরবরাহের সমস্যাকে নির্দেশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us