আপনার দেওয়া একটুখানি অনুপ্রেরণা কারো দিনটাই সুন্দর করে দিতে পারে। কষ্টের দিনে আপনার বলা সামান্য দু’টি কথা কারও পুরো জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে। আমাদের বন্ধু, পরিবার, সঙ্গী বা এমনকী অপরিচিত কেউ তার আচরণের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আমাদের ক্ষত সারিয়ে তুলতে পারে। তারা আগামীকালের জন্য আমাদের আশা দিতে পারে। কখনো কখনো ছোট্ট একটি বাক্যও দিনটি সহজ ও সুন্দর করে দিতে পারে। অন্যকে কীভাবে অনুপ্রেরণা দেবেন? চলুন জেনে নেওয়া যাক-
১. একটু অন্যভাবে
কাগজের টুকরোতে আপনার প্রিয় উদ্ধৃতি লিখুন, একাধিক কপি তৈরি করুন এবং দেয়াল বা ল্যাম্পপোস্টের গায়ে সাঁটিয়ে দিন। এভাবেই অপরিচিতদের জন্য একজন বেনামী শুভাকাঙ্ক্ষী এবং প্রেরণা হয়ে উঠতে পারেন। আপনার একটি উক্তি অন্য কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
২. আপনার সন্তানদের অনুপ্রাণিত করুন
আপনার সন্তানদের প্রশংসা করুন, তাদের জানান যে আপনি তাদের ভালোবাসেন এবং তাদের জন্য গর্বিত। তাদের বলুন যে আপনি প্রতিদিন তাদের মা বা বাবা বলে ডাক শুনে নিজেকে কতটা ভাগ্যবান বোধ করেন। তাদের অনুপ্রাণিত করুন এবং মনে করিয়ে দিন যে সব সুন্দর স্বপ্ন সত্যি হবে। এভাবে ইতিবাচক কথা আপনার সন্তানকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে সহজেই।