বিশ্বজুড়ে অচল হয়ে পড়ল মাইক্রোসফটের বিভিন্ন পরিষেবা। মাইক্রোসফট ৩৬৫ স্যুট, টিমস, আউটলুকসহ মাইক্রোসফটের বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী।
মাইক্রোসফট ৩৬৫ সফ্টওয়্যার স্যুটে ওয়ার্ড এবং এক্সেল ছাড়াও আরও অনেক টুল অন্তর্ভুক্ত রয়েছে। মাইক্রোসফট ইতোমধ্যে তাদের সমস্যার কথা স্বীকার করেছে। এর আগে, জুলাইয়ের শুরুতে ক্রাউডস্ট্রাইক আপডেটের কারণে মাইক্রোসফট উইন্ডোজ দ্বারা চালিত লাখ লাখ কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছিল। বিশ্বজুড়ে একাধিক ল্যাপটপে হঠাৎ করেই ব্লু স্ক্রিন অব ডেথ-এর সমস্যা দেখা দিয়েছিল।
একটি এক্স পোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা একটি গুরুতর সমস্যা নিয়ে তদন্ত করছি, এই সমস্যার কারণে অনেক ব্যবহারকারী মাইক্রোসফটের একাধিক সেবা ব্যবহার করতে পারছেন না। আরও তথ্য এবং আরও আপডেটের জন্য দয়া করে অ্যাডমিন সেন্টারে MO888473 কোডনেমের পোস্ট দেখুন।