পুরোনো ফোন বিক্রির আগে যা করা জরুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৪

বাজারে নতুন মডেলের ফোন এলেই অনেকে পুরোনো ফোনটি বিক্রি করে দেন কিংবা কাউকে দিয়ে দেন। তবে মনে রাখবেন পুরোনো ফোন বিক্রি করার আগে বা বদলানোর আগে সতর্ক হওয়া প্রয়োজন।


নিজের ব্যক্তিগত তথ্য থেকে অনান্য় প্রয়োজনীয় জিনিস সব ডিলিট না করেন তাহলে পরে বড় বিপদ হতে পারে। আপানর ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে গেলে তা দিয়ে আজকাল কী কী করা সম্ভব সেই বিষয়ে কম-বেশি জানেন অনেকেই।



তাই পুরোনো মোবাইল বদলানোর আগে এই কাজগুলো অবশ্যই করে রাখুন। দেখে নিন কী করবেন-


>> ফোন থেকে ব্যাংকিং তথ্য মুছে ফেলুন। স্মার্টফোনে অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাংকের লেনদেনের তথ্য জমা থাকে। তাই ফোন কাউকে দেওয়ার আগে সেই সব তথ্য মুছে ফেলা প্রয়োজন। ফোন বিক্রির আগে সেটিংস অপশনে গিয়ে সব ডাটা মুছে ফেলুন।


>> ফোন থেকে ই-ব্যাংকিং করে থাকলে, ফোন থেকে সব ‘হিস্ট্রি’ মুছে দিন। এসব তথ্য অন্য কারো হাতে গেলে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আপনার ব্যবহারকারীর আইডি, পাসওয়ার্ড বা ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us