কার্বন ফাইবার থেকে বিজ্ঞানীরা এমন এক ধরনের শক্তিশালী ও ওজনে হালকা ব্যাটারি তৈরি করেছেন, যা বিদ্যুচ্চালিত প্লেন চালানোর জন্য যথেষ্ট বলে দাবি তাদের।
এ ব্যাটারি তৈরির পেছনে কাজ করেছে সুইডেনের ‘চালমারস ইউনিভার্সিটি অফ টেকনোলজি’র এক গবেষণা দল। তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি।
গবেষকরা বলছেন, এ উপাদান ভার বহনকারী কাঠামো হিসেবে যথেষ্ট মজবুত। এর মানে, একে কোনো যানের নকশায় সহজে সমন্বিত করে এর ভর যথেষ্ট কমিয়ে আনা যাবে। ফলে, যানটির সক্ষমতাও বেড়ে যাবে। আর এর সবচেয়ে বড় সুবিধা দেখা যেতে পারে ব্যাটারি বা বিদ্যুচ্চালিত প্লেনে।