সালমান, মৌসুমীসহ অনেক বড় তারকার শুরু সোহানের হাত ধরে

প্রথম আলো প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮

পর্দায় মূলত ভালোবাসার গল্পই বলেছেন তিনি। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’—তাঁর সিনেমায় রোমান্টিক আবেদন ছুঁয়ে গেছে নব্বইয়ের তরুণদের। জনপ্রিয় হিন্দি সিনেমার কয়েকটি রিমেকও করেছেন তিনি। তবে সেসব রিমেকে ছিল বাড়তি কিছু, মূল গল্প ঠিক রেখে সিনেমাগুলোতে যেভাবে দেশি মসলা যোগ করেছেন, তাতে পরিচালক হিসেবে তাঁর দক্ষতার ছাপ স্পষ্ট হয়ে উঠত। ঢাকাই চলচ্চিত্রের রোমান্টিক সিনেমা নির্মাতাদের অন্যতম সোহানুর রহমান সোহান চিরকালের মতো বিদায় নিয়েছেন গত বছরের ঠিক এই দিনে, ১৩ সেপ্টেম্বর। এ সময় তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।



সেদিন ছিল বুধবার। বিকেলে উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন সোহান। অনেক ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা জানান, হাসপাতালে নেওয়ার আগে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে সোহানের। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তবে সোহানের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা। তিনি তিন মেয়ে রেখে গেছেন। আগের দিন জীবনসঙ্গীকে হারিয়ে শোকে কাতর ছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহানুর রহমান সোহান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us