কোনো সন্দেহ নেই মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবে: রিকেলমে

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৯

বয়স ৩৭ ছাড়িয়েছে। ২০২৬ বিশ্বকাপ যখন শুরু হবে তখন লিওনেল মেসির বয়স হবে ৩৯ ছুঁইছুঁই। স্বাভাবিকভাবেই পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি-না তা নিয়ে রয়েছে রাজ্যের শঙ্কা। তার উপর সাম্প্রতিক সময় চোটও জেঁকে বসেছে তাকে। তবে মেসি যে ২০২৬ বিশ্বকাপ খেলবেন তাতে কোনো দ্বিধাই নেই সাবেক আর্জেন্টাইন ফুটবলার হুয়ান রোমান রিকেলমের। 


১৫ বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরে খেলছেন মেসি। এই জার্সিটি উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন রিকেলমের কাছ থেকে। এক সঙ্গে অনেক ম্যাচই খেলেছেন এ দুই তারকা। কিছু সময়ের জন্য লা লিগায় একে অপরের বিপক্ষেও খেলেছেন। এমনকি ২০০৮ বেইজিং অলিম্পিকে একত্রে স্বর্ণপদক জিতেছেন তারা।



তবে সময় খুব দ্রুত কেটে যায়। বর্তমানে রিকেলমে বোকা জুনিয়র্সের ভাইস প্রেসিডেন্ট এবং মেসি এখনও ড্রিবল চালিয়ে যাচ্ছেন। যদিও অবসরের খুব কাছাকাছি চলে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতাও বিষয়টিও ভাবাচ্ছে মেসিকে। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে লিগামেন্টের চোট থেকে সেরে এখনও মাঠে ফিরতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us