ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ শুরু হবে চলতি মাসের ১৯ তারিখ থেকে। এই সফর শেষে ঘরের মাঠে আরও একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার।
শেষ সময়ে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। প্রোটিয়ারা আদতেই বাংলাদেশে আসবে কি না তা নিয়ে জেগেছিল প্রশ্ন। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন-শৃঙ্কলা পরিস্থিতির অবনতি হয়।
কিছুদিন আগে জানা গিয়েছিল, বাংলাদেশ সফরের পুরো বিষয়টি নিজেদের খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে সেই শঙ্কা উড়ে গেছে। আপাতত স্বস্তির খবর বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়ারা।