দুই ওপেনার কৌশিনি নুতিয়াঙ্গা ও নেতমি পূর্ণা শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দিলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে রানরেট বাড়তে দেননি বাংলাদেশের বোলাররা। এরপর ব্যাট হাতে জয়ের ভিত গড়ে দেন শামীমা সুলতানা। সঙ্গে সাথী রানি ও সোবহানা মোস্তারির কার্যকর ইনিংসে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
কলম্বোর পি. সারা ওভালে আজ শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রাবেয়া খানের নেতৃত্বাধীন দলের জয়টা ৭ উইকেটের। ১১৩ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছে সফরকারীরা। এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। এর আগে ৫০ ওভারের সিরিজ জিতেছে তারা।