কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে একের পর এক নারী নিগ্রহের অভিযোগ প্রকাশ্যে আসছে। এ পরিস্থিতিতে সিনে জগতে যৌন হেনস্থা রুখতে উদ্যোগী হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
আনন্দবাজার লিখেছে, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ‘হেমা কমিশনের’ ধাঁচে একটি বিশেষ কমিশন তৈরির প্রস্তাব তুলেছেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সচিবালয় নবান্নে ঋতাভরী দেখা করেছেন মঙ্গলবার বিকেলে। সেখানে তাদের আধাঘণ্টার বৈঠক হয়। বিশেষ কমিশন গঠনে ঋতাভরীর প্রস্তাবে সায় দেন মুখ্যমন্ত্রী, যে কমিশন পশ্চিমবাংলার বিনোদন দুনিয়ার সব স্তরের নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে।
এর আগে মুখ্যমন্ত্রীর কাছে নারীদের সুরক্ষা চেয়ে একটি আবেদন জানিয়েছিলেন এই অভিনেত্রী। এবার সরাসরি দেখা করে কমিশন গঠনের প্রস্তাব রাখেন।
ঋতাভরী সোশাল মিডিয়ায় এক পোস্টে লিখেছিলেন, “মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্টে। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না?”