সিএমপির কেউ রাজনৈতিক স্বার্থে কাজ করবে না: কমিশনার হাসিব আজিজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে সংকট তৈরি হয়েছিল মন্তব্য করে চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার হাসিব আজিজ বলেছেন, তিনি এই বৃত্ত থেকে বের হতে চান।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নগর পুলিশের প্রধান বলেছেন, “কোনো রকম রাজনৈতিক ও কোটারি স্বার্থে সিএমপির কোনো সদস্য কাজ করবে না। তারা কাজ করবে চট্টগ্রামের সকল নাগরিকের জন্য।”


ছাত্র জনতার তুমুল আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থানায় থানায় হামলার পর নতুন এক বাস্তবতা দেখছে দেশ। পুলিশের অস্ত্র খোয়া গেছে, তাদের যানবাহন নেই; এতে টহল বা অভিযানের ক্ষমতা কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।


গত ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনের পাশাপাশি পুলিশেও ব্যাপক রদবদল শুরু হয়, পাল্টানো হয় চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারকেও। গত ৪ সেপ্টেম্বর সিএমপির ৩৩ তম কমিশনার হিসেবে যোগ দেন হাসিব আজিজ।



একদিকে অভ্যন্তরীণ সংস্কারের দাবি, অন্যদিকে সাধারণ জনগণের সাথে পুলিশের দূরত্ব সব মিলিয়ে অস্থির এক পরিস্থিতিতে সিএমপির মত একটা বড় ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া বিসিএস ১৫ তম ব্যাচের ক্যাডারের কর্মকর্তা হাসিব আজিজের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি এর আগে দায়িত্ব পালন করেছিলেন সিআইডি ট্রেনিং স্কুলে। বড় কোনো অপারেশনাল ইউনিটের দায়িত্বে ছিলেন না।


নিজ ইউনিটের সদস্যদের সঙ্গে জনগণের ‘দূরত্ব’ কমিয়ে জনমুখী করে তোলা এবং নতুন দায়িত্বের চ্যালেঞ্জ নিয়ে কী ভাবছেন, এসব বিষয়ে বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা বলেন নবাগত সিএমপি কমিশনার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us