মস্তিষ্কে কতটা প্রভাব ফেলেছে কোভিড-১৯? দেখা গিয়েছে, বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরেও ভুলে যাওয়া, মস্তিষ্ক ঠিক মতো কাজ না করা, সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা তৈরির মতো ঘটনার সাক্ষী থেকেছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, অনেকে সেই সব সঙ্কট কাটিয়ে উঠলেও অনেকের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার বছর দেড়েক পরেও নানা সমস্যা থেকে যাওয়ার প্রমাণ রয়েছে। তবে কি কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা কোনও কোনও ব্যক্তির মস্তিষ্কের এই ক্ষতি দীর্ঘস্থায়ী? বছর দেড়েক আগে সেই উত্তর খুঁজতে নামেন শহরের এক দল গবেষক।
ওই গবেষণায় আর্থিক সহায়তা দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। দেড় বছর ধরে সেই গবেষণার জন্য সমীক্ষা চলেছিল। সমীক্ষায় অংশ নিয়েছিলেন যে ৩৭৬ জন, তাঁরা প্রত্যেকেই কোভিড থেকে সেরে উঠেছিলেন এক থেকে দেড় বছর আগে। শহরের তিনটি সরকারি হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত, এম আর বাঙুর ও বেলেঘাটা আইডি-তে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠা ওই ৩৭৬ জনকে নেওয়া হয়েছিল এই সমীক্ষায়।