ছয়জন কর্মকর্তার হাতেই এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিকাংশ কাজকর্ম। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব মর্যাদার এসব কর্মকর্তা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একাধিক অধিশাখা ও শাখার দায়িত্ব পালন করছেন। কারও কারও বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। দীর্ঘদিন ধরে এই মন্ত্রণালয়ে রয়েছেন তাঁরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসন, অর্থ, পুলিশ, রাজনৈতিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক গুরুত্বপূর্ণ শাখা, অনুবিভাগ কিংবা অধিশাখার দায়িত্বে রয়েছেন মাত্র ছয়জন কর্মকর্তা।
তাঁরা হলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামান, যুগ্ম সচিব শহীদ মোহাম্মদ ছাইদুল হক, উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ও নূরে মাহবুবা জয়া এবং সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন এবং যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিজেদের প্রভাব বহাল রাখার জন্য এসব কর্মকর্তা নতুন করে পদায়ন ঠেকাতে মরিয়া। এজন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে পদায়ন বন্ধ। মূলত এ ছয় কর্মকর্তাই মন্ত্রণালয়ে প্রভাবের ছড়ি ঘোরাচ্ছেন।