বাবা হত্যার বদলা নিতে হাজার খুন, ‘তুফান’ দুই ওটিটিতে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৫

বাপের খুনের বদলা নিতে গিয়ে হাজার মানুষ খুন করল সন্তান। হয়ে উঠল রক্তপিপাসু রাক্ষস! চেনা গল্পের এই সিনেমা এরই মধ্যে দেখে ফেলেছেন হাজারও দর্শক। এবার একইসঙ্গে দুই ওটিটিতে আসছে এই গল্পের সিনেমা ‘তুফান’।


শাকিব খান অভিনীত ‘তুফান’ ছবির গল্প ভারতের ‘অ্যানিমেল’ ছবির মতোই। সেখানেও দেখা গেছে, বাবাকে ভালোবাসে বলে সন্তান দেশে ফিরে আসে। তারপর হাজার হাজার মানুষ মেরে ফেলে! তবে তুফানের প্রেক্ষাপট দেশীয়। সন্ত্রাসী হয়ে ওঠা তুফান কীভাবে একটি দলকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে লুটপাটের সুযোগ করে দেয়, কীভাবে সে নির্বাচন ব্যবস্থায় প্রভাব বিস্তার করে, কীভাবে দেশের সমস্ত ব্যবসাকে নিজের তালুতে ফেলে শাসন করে – সেসব দেখানো হয়েছে এই সিনেমায়। সাম্প্রতিক বাংলাদেশের অনেক ঘটনাকে জোড়া লাগিয়ে ছবিটি বানিয়েছেন নির্মাতা রায়হান রাফি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমা বানানোয় ইতিমধ্যে আস্থা অর্জন করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us