সোশ্যাল মিডিয়ায় রোজ কত ধরনের ভিডিয়ো দেখতে পাই আমরা। এর মধ্যে কিছু থাকে কেবলমাত্র বিনোদনের জন্য। কিছু কনটেন্ট থেকে আমরা শিক্ষা নিই। আবার কোনও ভিডিয়ো দেখে চোখের কোণে জল চিকচিক করে। আবার কোনও ছবি বা ভিডিয়ো আমাদের মন জিতে নেয়।
সম্প্রতি এমনই এক মন ভালো করা ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মাধ্যমে। যেখানে একই টেবিলে ওয়েটারের সঙ্গে স্যুপ খেতে দেখা গেল এক ব্যক্তিকে। তা আবার ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। যেখানে পৃথিবী থেকে মনুষ্যত্ব পাত্তারি গোটাচ্ছে বলে সমাজের একাংশের মত। সেখানে এই ভিডিয়ো সেই ধারণা সম্পূর্ণ বদলে দেয়।