পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিতভাবেই নজরে এসেছে ভারতের ক্রিকেট বোর্ডের। টাইগারদের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকার কথা ছিল সিনিয়র একাধিক ক্রিকেটারের। বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহকে ছাড়াই স্কোয়াড সাজানোর পরিকল্পনা ছিল বোর্ডের– এমন তথ্য ছিল ভারতীয় গণমাধ্যমের। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও যুক্ত করা হয়েছে ভারতের স্কোয়াডে।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের পুরো শক্তির দলটাই আপাতত নামানোর কথা ভাবছে ভারত। দেশটির গণমাধ্যমে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক কর্তা এমনই আভাস দিয়ে রেখেছেন। যেখানে নিশ্চিত করা হয়েছে, সাম্প্রতিক পারফরম্যান্সের তুলনায় তুলনামূলক অভিজ্ঞদেরই প্রাধান্য দিতে চায় ভারতের ক্রিকেট বোর্ড। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজের জন্য প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেও তাই উপেক্ষিত থাকতে হচ্ছে সরফরাজ খানকে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রথম একাদশে না-ও থাকতে পারেন সরফরাজ খান। তার জায়গায় ফেরানো হতে পারে কেএল রাহুলকে। দুলীপ ট্রফিতে রান পেয়েছেন। ঋষভ পান্তের সঙ্গে ভালো জুটিও ছিল রাহুলের। অস্ট্রেলিয়া সফরেও তাকেই বিবেচনা করা হতে পারে।