সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরস্পরকে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া আছে। তারপরও প্রায় প্রতিদিনই ভারতীয় বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের লাশ পড়ছে। এমন হত্যাকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার ক্ষেত্রে অন্তরায় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ সোমবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই অন্তরায়ের কথা উল্লেখ করেন।
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে গত ১ সেপ্টেম্বর স্বর্ণা দাশ নামে এক কিশোরী নিহত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায় বলা হতো, তখনো সীমান্ত হত্যা হতো।’