তেজগাঁওয়ে কারিগরি শিক্ষার্থীদের অবরোধে তীব্র যানজট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৪

কারিগরি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ঢাকার তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করায় আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।


সোমবার বেলা ১২টার দিকে 'কারিগরি ছাত্র আন্দোলন'র ব্যানারে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। বেলা আড়াইটা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।


তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, "এখনও শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন। এর ফলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।"



দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় হাতিরঝিল, মগবাজার, কারওয়ানবাজার, ফার্মগেইট, বিজয় সরণি, মহাখালী এলাকায় তীব্র যানজটের খবর পাওয়া যাচ্ছে।


আন্দোলনরতদের ছয় দফা হলো–


• ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত অপসারণ করতে হবে।


• ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।


• উপসহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।


• কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us