নতুন আইফোনে ব্যবহার হবে আর্মের চিপ প্রযুক্তি

বণিক বার্তা প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোয় টেক জায়ান্ট অ্যাপলের সদর দপ্তর অ্যাপল পার্ক অবস্থিত। সেখানে উন্মোচন করা হবে প্রতিষ্ঠানটির আইফোন ১৬ সিরিজের সর্বশেষ সংস্করণ। এ সিরিজের স্মার্টফোনগুলোয় ব্যবহার করা হবে এ১৮ চিপ। তবে এবারের মূল আকর্ষণ থাকছে আইফোনে প্রতিষ্ঠানটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপল ইন্টেলিজেন্সের সংযোজন। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নতুন ‘এআই’ প্রসেসর তৈরিতে ব্যবহার করা হয়েছে সফটব্যাংকের মালিকানাধীন আর্মের সর্বশেষ ভি৯ চিপ ডিজাইন। খবর রয়টার্স।


স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারসহ অনেক ডিভাইসে ব্যবহৃত চিপের আর্কিটেকচার ডিজাইনের জন্য পরিচিত আর্ম হোল্ডিংসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে অ্যাপল। গত বছরের সেপ্টেম্বরে করা এ চুক্তির মেয়াদ ২০৪০ সালের পর পর্যন্ত স্থায়ী হবে, যা চিপ প্রযুক্তির ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us