কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে এআই বিজ্ঞানী তৈরি করেছেন জাপানের সাকানা এআইয়ের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই এআই বিজ্ঞানী নিজ থেকে বিভিন্ন বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণাও করতে পারে। মানুষের সাহায্য ছাড়া কাজ করার সুযোগ দিতে এআই বিজ্ঞানীর জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) নতুন সংস্করণও তৈরি করেছেন বিজ্ঞানীরা। এর ফলে সম্পূর্ণ বৈজ্ঞানিক গবেষণা স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে এআই বিজ্ঞানী।
সাকানা এআইয়ের তথ্য মতে, এআই বিজ্ঞানী নিজ থেকেই বিভিন্ন সমস্যা চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন ধারণা নিয়ে গবেষণাও করতে পারে। শুধু তা-ই নয়, বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে প্রতিবেদনও লিখতে পারে এআই বিজ্ঞানী। এ বিষয়ে সাকানা এআইয়ের প্রতিষ্ঠাতা বিজ্ঞানী রবার্ট ল্যাঞ্জ জানিয়েছেন, এআই বিজ্ঞানী জিপিটি১ মানের চ্যাটবট। বিজ্ঞানের সম্ভাবনা উপলব্ধি করে কাজ শিখছে এই মডেল।