ভারতের বিনোদন অঙ্গনে কাজ করার কথা শোনা যাচ্ছে অভিনেত্রী সোহানা সাবার। তবে কাজ শুরু করার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত নন তিনি। ভারতের একটি গণমাধ্যমকে সাবা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার তাদের ভারতে কাজের ওপর কোনো বিধিনিষেধ দেয়নি, বরং তিনিই মানসিকভাবে প্রস্তুত হতে সময় নিচ্ছেন।
বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপর বাংলাদেশের বিনোদন অঙ্গন সচল হয়েছে কি না জানতে চেয়েছিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। জবাবে অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘আমরা এখনও মানসিক দিক থেকে বিপর্যস্ত। স্বাভাবিক কাজে ফিরতে তাই আরও একটু সময় লাগবে।’