পশ্চিম তীরে গুলিতে তুর্কি বংশোদ্ভূত মার্কিন তরুণী নিহত, কী হয়েছিল সেখানে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে তুর্কি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এক তরুণী নিহত হয়েছেন।


ইহুদী বসতি বাড়ানোর প্রতিবাদে শুক্রবার পশ্চিম তীরের নাবলুসের কাছে বেইতা শহরে এক বিক্ষোভ কর্মসূচিতে ইসরায়েলি বাহিনী গুলি চালালে আয়েশানূর এজগি এইগি নামের ওই তরুণী নিহত হন বলে বিবিসি জানিয়েছে।


ইসরায়েলি সেনাদের গুলিতেই ২৬ বছর বয়সী এইগি মারা গেছেন, এমনটা দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।




শুক্রবারের ওই কর্মসূচিতে অংশ নেয়া একজন বিবিসিকে জানিয়েছেন, ফিলিস্তিনপন্থি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওইদিনই প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন এইগি ।


মর্মান্তিক এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুঃখপ্রকাশ করলেও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইসরায়েলের এ কর্মকাণ্ডকে ‘বর্বর’ বলে উল্লেখ করেছেন।


তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাবলুসে দখলদার ইসরায়েলি বাহিনীই এইগিকে গুলি করে হত্যা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us