তিউনিসিয়ার আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী আয়াচি জামেল কারাগার থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টা পর আবারও গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আগামী ৬ অক্টোবর তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট কায়েস সাইদ ছাড়াও যে দুজন প্রার্থীকে নির্বাচন কমিশন অংশগ্রহণের অনুমোদন দিয়েছে, তাঁদের একজন আয়াচি জামেল (৪৩)।
ব্যালটে স্বাক্ষর জাল করার অভিযোগে গত সোমবার আয়াচি জামেলকে গ্রেপ্তার করা হয়। চার দিন হাজতবাস শেষে গতকাল বৃহস্পতিবার রাজধানী তিউনিসের অদূরে মানৌবা শহরের একটি আদালত তাঁকে অস্থায়ী জামিন দেন।