মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার দেড় ঘণ্টা ধরে খোলামেলা আলোচনা হয়েছে। সম্পাদকেরা সংবাদমাধ্যমের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
বৈঠক শেষে মাহ্ফুজ আনাম সাংবাদিকদের বলেন, ‘একজন সম্পাদক হিসেবে আমি প্রশ্ন উত্থাপন করেছি যে সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র যে খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয়। এ ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটি ব্যবস্থা নেয়। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তাঁরা যদি দুর্নীতিতে জড়িত থাকেন, তাঁদের বিরুদ্ধে আলাদা মামলা হবে, কিন্তু এভাবে যেন না হয়।’
অন্যদিকে স্বাধীন ও সক্রিয় গণমাধ্যমের জন্য যা যা করা প্রয়োজন, তা করার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা সরকার পরিচালনায় তাঁদের ভুলত্রুটি ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। যেখানে অতীতে সরকারপ্রধানেরা সাংবাদিক ও সম্পাদকদের নানাভাবে ভয়ভীতির মধ্যে রাখতেন, সেখানে তাঁর এ বক্তব্য কিছুটা হলেও আমাদের আশ্বস্ত করে।