গত মাসের শেষের দিকে ইতালির দ্বীপ সিসিলির উপকূলে ডুবে যায় বিলাসবহুল প্রমোদতরি বায়েসিয়ান। এতে মোট সাতজন মারা যান। আর এই সাতজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছিল অক্সিজেনের অভাবে। ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে ইতালির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানায় বলে বিবিসির খবরে বলা হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, এই চারজন জাহাজের ভেতর যেখানে আটকা পড়েছিলেন, সেখানে অক্সিজেন কমে গিয়েছিল। ফলে তাঁদের মৃত্যু হয়। এই চার ব্যক্তি হলেন ব্যাংক খাতের একজন নির্বাহী কর্মকর্তা জোনাথন ব্লুমার, তাঁর স্ত্রী জুডি ব্লুমার, আইনজীবী ক্রিস মরভিলো ও তাঁর স্ত্রী নেদা মরভিলো।