রাজনৈতিকভাবে বড় ধাক্কা খেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পার্লামেন্টে তাঁর লিবারেল পার্টির সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বামপন্থী দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। দলটির নেতা জগমিত সিং গত বুধবার এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন।
বার্তায় জগমিত সিং বলেন, ‘আজ আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে আমাদের মধ্যে “সাপ্লাই অ্যান্ড কনফিডেন্স” নামের যে চুক্তি ছিল, তা থেকে সরে এসেছি। মানুষের জন্য লড়াইয়ের ক্ষেত্রে লিবারেলরা খুবই দুর্বল, স্বার্থপর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর স্বার্থকেন্দ্রিক। তাঁরা মানুষের আশার আলো দেখাতে পারবেন না।’