বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই: আসিফ মাহমুদ

ডেইলি স্টার প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪২

বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মান পূর্তিতে আজ উপদেষ্টা পরিষদের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে বিভিন্নভাবে পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে। আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই।


বিচারের পরে দেশে ফ্যাসিবাদীদের পুনর্বাসন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক যে দল বা জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তারা কোনো প্রকাশ্য কর্মসূচি নিতে পারবে কিনা সে বিষয়ে আমরা আলোচনা করব। তবে আমরা এটাকে সম্পূর্ণ নিরুৎসাহিত করব। বিচার করার জন্য সরকার কাজ করছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে এই বিচার করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us