যে সম্পর্ক ছেড়ে আপনি বেরিয়ে এসেছেন তীব্রতম তিক্ততার অনুভূতি নিয়ে, সেই সম্পর্কের ছেঁড়া সুতাটিকে আপনি আর জুড়তে চাইবেন না, এটাই স্বাভাবিক। তবে বাস্তবতা হলো, সম্পর্কের গতিবিধি কেবল এক পক্ষের ওপর নির্ভর করে না। অপর পক্ষ পুরোনো সম্পর্কে নতুন করে রং ফেরাতে চাইতেই পারেন। আবার সম্পর্ক জোড়া দেওয়ার অভিপ্রায় না থাকলেও অকারণে বিরক্ত করার প্রবণতা থাকতে পারে তাঁর মধ্যে।
প্রাক্তনের অভিপ্রায় যেটিই হোক, তাঁর এমন কর্মকাণ্ডে আপনার জীবনের গতি বাধাগ্রস্ত হতে পারে। প্রাক্তন যদি পিছু না ছাড়েন, নিজের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য কী করতে পারেন আপনি? জেনে নিন আজ।