চট্টগ্রাম সমুদ্র বন্দরে মিথ্যা তথ্যে আনা এক কনটেনার মদ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। এতে প্রায় ১১ হাজার ৬৭৬ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ ছিল।
বুধবার (৪ সেপ্টেম্বর) বন্দরের ভেতর থেকে চালানটি জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের দাবি, চালানটি আটকের মাধ্যমে অন্তত ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দেওয়া হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আমদজী ইপিজেডের প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়ার লিমিটেড চালানটি আমদানি করে। তারা চীন থেকে এক কনটেনার ফেব্রিকস আমদানি করবে বলে ঘোষণা দিয়েছিল। চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সিএন্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড।