শেখ হাসিনার কার্যালয়ের গাড়িচালকদের নামে বরাদ্দ প্লটের কী হবে?

যুগান্তর প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১১

গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যলয়ে কর্মরত ছিলেন এমন ১৫ জন গাড়িচালককে প্লট দেওয়া হয়েছিল। রাজউকের ২০২৪ সালের চতুর্থ বোর্ড সভায় এসব প্লট দেওয়া হয়। 


একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়- যারা প্লট পেয়েছেন, তারা হলেন মো. সাইফুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাদবর, মাহবুব হোসেন, মো. শাহীন, মতিউর রহমান, নূর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বেলাল হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নূরুল আলম, নূরনবী ইমন ও মো. শাহীন। এসব গাড়িচালক যৌথভাবে প্লট পেয়েছেন। 



অর্থাৎ ৩ কাঠা ও ৫ কাঠা আয়তনের একটি প্লট দুজনকে যৌথভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্লট নিবন্ধন করা হয়নি বলে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজউক। 


এ ছাড়া বিভিন্ন সময়ে বিচারপতি, সচিবসহ প্রভাবশালী ব্যক্তিদের নামে থাকা নিবন্ধনকৃত প্লটগুলোও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us