মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর করছে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় প্রস্তুতির দিক থেকে কিছুটা বিপাকেও পড়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রথমে বাংলাদেশ নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল, এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের জন্য। গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের সামনে কোনো সিরিজই ছিল না! এই বিরতিতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিসিবি বেছে নিল শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নারী ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে একটা সভা করেন। এই সভায় ক্রিকেটারদের দায়িত্ববোধ ও সিরিজের লক্ষ্য নিয়ে কথা বলেন।