ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর– এই সতর্কবাণী পড়ার পরও এতে বুঁদ হয়ে আছে মানুষ। উল্টো দিনের পর দিন ধূমপায়ীদের সংখ্যা বাড়ছে। আর আশ্চর্যজনকভাবে পুরুষের পাশাপাশি নারীদের মধ্যেও ধূমপানের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর নারীদের মধ্যে স্মোকিংয়ের বাড়বাড়ন্ত দেখেই চিন্তায় পড়ে গেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নিয়মিত ধূমপান করলে শুধু যে ফুসফুস, হার্টের ক্ষতি হবে তা নয়, এর পাশাপাশি ফার্টিলিটির ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকি পিছু নিতে পারে বন্ধ্যাত্বের মতো বিরাট সমস্যা।
নষ্ট হয়ে যেতে পারে ডিম্বাণু
চিকিৎসকরা বলছেন, নানা কারণে নারীদের মধ্যে ধূমপান বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ফার্টিলিটির ওপর। আসলে সিগারেটের ধোঁয়ায় মজুত রয়েছে অসংখ্য ক্ষতিকর রাসায়নিক। আর এসব রাসায়নিক ডিম্বাণুর স্বাস্থ্যের হাল বিগড়ে দিতে পারে। অকালে নষ্ট হয়ে যেতে পারে ডিম্বাণু। যার ফলে গর্ভধারণে হতে পারে সমস্যা। মাতৃত্বের স্বপ্ন স্বপ্নই রয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন যেভাবেই হোক ধূমপানের থেকে দূরত্ব বজায় রাখার।