যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) জর্জিয়ার উইন্ডার শহরে অ্যাপালাচি হাইস্কুলে এই ঘটনা ঘটে। এতে দুই শিক্ষক এবং দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন, যাদের মধ্যে আটজন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন।
এই ঘটনায় সন্দেহভাজন ১৪ বছর বয়সী এক কিশোরকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত নয়।