ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। আপনার জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার আরও সহজ ও মসৃণ করতে পারে এর কিছু ফিচার।
জি-মেইল স্টোরেজ ফুল হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। গুগলের পক্ষ থেকে জি-মেইলে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেওয়া থাকে। কিন্তু তা কিছুদিনের মধ্যেই ভরে যায়। জি-মেইলের স্টোরেজ খালি করার সহজ কিছু উপায় আছে। সবেয়ে সহজ এবং প্রথম উপায় হচ্ছে অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত ডিলিট করুন।