নেটফ্লিক্সের কোরীয় সিনেমা ‘আপরাইজিং’ দিয়ে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে। বুসানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিনেমাকে উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচন করা হয়েছে।
আগামী ২ অক্টোবর এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৯তম আসর শুরু হচ্ছে। উৎসব শেষ হবে ১১ অক্টোবর।
‘আপরাইজিং’ দিয়ে প্রথমবার নেটফ্লিক্সের সঙ্গে কাজ করলেন অস্কারজয়ী দক্ষিণ কোরীয় নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পার্ক চ্যান উক। এই সিনেমার প্রযোজক ও সহচিত্রনাট্যকার তিনি।
জোসেন রাজবংশ নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন কিম সাং ম্যান। মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পার্ক জিউন মিন ও গাং ডং উন। বুসানে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হবে।