দেশের রাজস্ব খাত সংস্কারের স্বল্প ও মধ্যমেয়াদি একটি কৌশলপত্র দেখতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ জন্য পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে সংস্থাটি।
আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইএমএফের একটি প্রতিনিধিদল। ঢাকার আগারগাঁওয়ের এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে।
একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, সভায় শুল্ক, ভ্যাট ও আয়কর বিভাগের অটোমেশনে গুরুত্ব দেয় আইএমএফ। অটোমেশন–সংক্রান্ত প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চায় সংস্থাটি। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ভ্যাটের মেশিন বসানোর প্রকল্পটির পরিস্থিতি সন্তোষজনক নয়। তাই এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।