৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অনেক থানায় হামলার ঘটনা ঘটেছে। আরও হামলার আশঙ্কায় ১১ দফা দাবি দিয়ে প্রায় সব পুলিশ সদস্য কর্মস্থল ছেড়ে জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যান। পুলিশের এমন করুণ ও অসহায় দশা আগে কখনো দেখা যায়নি।
এমন পরিস্থিতির মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। সড়ক ও মহাসড়কে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি সামলাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। ডাকাত মোকাবিলায় বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে রাতে পাহারা দেন। আন্দোলনকে স্মরণে রাখতে বিভিন্ন সড়কে নকশা আঁকেন, দেয়ালে গ্রাফিতি করেন। স্লোগান আর নানা বাক্যে ভরিয়ে দেন দেয়ালের পর দেয়াল।