অস্থিরতা এবার পোশাক খাতে

আজকের পত্রিকা প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ চালানোর দায়িত্ব পেয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাদের সেই দায়িত্বের এক মাসও পূর্ণ হয়নি এখনো। কিন্তু শুরু থেকে নিজেদের দাবিদাওয়া নিয়ে একের পর এক রাজপথে নামছে বিভিন্ন পক্ষ। পুলিশ-প্রশাসন-আনসারের ক্ষোভ-বিক্ষোভ দ্রুত মোটামুটি সামলে নিয়েছে সরকার। কিন্তু এখন শিল্প খাতে শ্রমিক অসন্তোষ মাথাচাড়া দেওয়ায় শিল্পমালিক ও সরকারের উদ্বেগ বাড়ছে। 


পোশাক খাতের শ্রমিকেরা তাঁদের দাবিদাওয়া নিয়ে কয়েক দিন ধরেই বিচ্ছিন্নভাবে রাস্তায় নেমে বিক্ষোভ করছিলেন। কিন্তু গতকাল সোমবার হঠাৎ বেড়ে গেল বিক্ষোভের মাত্রা। শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়েছে গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, চন্দ্রা, নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে। এতে শতাধিক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। 



এই অবস্থায় শ্রমিক আন্দোলন নিয়ে ভীষণ উদ্বিগ্ন পোশাকশিল্পের মালিকেরা। পরিস্থিতি নিয়ে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিল্পমালিকেরা। এ সময় তাঁরা অন্তর্বর্তী সরকারের কাছে শিল্পকারখানার নিরাপত্তা জোরদার এবং কারখানায় কাজের পরিবেশ নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us