এক চার্জে টানা ৪৩ ঘণ্টা চলবে ইয়ারবাড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৬

জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা অপো নিয়ে এলো নতুন ইয়ারবাড। সম্প্রতি সংস্থাটি তাদের রেনো স্মার্টফোন সিরিজের সঙ্গে অপো এনকো এয়ার ৪ ওয়্যারলেস ইয়ারবাডও লঞ্চ করেছে। সংস্থার দাবি, চার্জিং কেসসহ ইয়ারফোনগুলো ৪৩ ঘণ্টা পর্যন্ত মোট প্লেব্যাক সময় অফার করবে। যেখানে অপো এনকো এয়ার ৩ প্রো ব্যবহার করা যায় মাত্র ৩০ ঘণ্টা।


ইয়ারফোনগুলো একটি ইন-ইয়ার ডিজাইন এবং টাচ কন্ট্রোলের জন্য সমর্থন সহ গোলাকার স্টেম বৈশিষ্ট্যযুক্ত। নতুন অপো এনকো এয়ার ৪ সিলিকন কানের টিপস এবং গোলাকার কান্ডসহ একটি ইন-ইয়ার ডিজাইন খেলা করে।


ট্রু ওয়্যারলেস হেডসেটটি ১২.৪এমএম ডাইনামিক ড্রাইভার এবং ৩২ডিবি পর্যন্ত সক্রিয় নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) এর জন্য সমর্থন দিয়ে সজ্জিত। এটি একটি ডুয়াল-মাইক্রোফোন সিস্টেমের সঙ্গে আসে যা এআই-ব্যাকড নয়েজ কমানোর প্রস্তাব দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us