সরকারি ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি ও পদায়ন নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছেন সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের কর্মকর্তারা। তাঁরা বলছেন, নিজ নিজ ব্যাংকের পদায়নের সুযোগ বাতিল করায় রূপালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তারা তাঁদের ব্যাংকে এসে তুলনামূলক বড় পদে বসছেন। এতে কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সে জন্য তাঁরা আগের মতো শুধু নিজ ব্যাংকের পদের বিপরীতে পদোন্নতি ও পদায়ন চেয়েছেন।
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের কর্মকর্তারা সম্প্রতি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে দেওয়া এক চিঠিতে এ দাবি জানিয়েছেন। তাঁদের পক্ষে ব্যাংক তিনটির ডিজিএম ও জিএম পর্যায়ের কয়েকজন কর্মকর্তা এতে সই করেন।