বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে আলোচনায় আসা ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের আদলে গান গেয়ে ভারতে গ্রেফতার হয়েছেন এক শিল্পী। আলতাফ হোসেন নামে ওই শিল্পী ও ইউটিউবারকে গত রোববার (১ সেপ্টেম্বর) গ্রেফতার করেছে আসাম পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আলতাফ আসামের ধুবরি জেলার বাসিন্দা। তিনি বিহু গানের বিতর্কিত সংস্করণ গাওয়ার জন্য পরিচিত।
সম্প্রতি বাংলাদেশের ছাত্র-আন্দোলনের সময় জনপ্রিয়তা পাওয়া ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের আদলে একটি গান করেছিলেন আলতাফ হোসেন। সেই গানের জন্যই তাকে গ্রেফতার করেছে পুলিশ।