অসাধারণ, অবিশ্বাস্য, দুর্দান্ত- এমন অনেকগুলো বিশেষণ গতকাল রোববার দেখা গেছে লিটন দাসের নামের পাশে। গণমাধ্যমের সৃজনশীল শিরোনামে লিটনকে এনে পাশেই লেখা হয়েছিল এসব বিশেষণ।
রাওয়ালপিন্ডিতে গতকাল ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম বিপদে, তখন হাত বাড়িয়ে দেন লিটন। দলকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনেন। সেরা ত্রাণকর্তার ভূমিকায় নিজেকে বিসর্জন দেন লিটন। পাক পেসারদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে কঠিন প্রতিরোধ গড়ে তোলেন টাইগার ব্যাটার।