উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সূচি জানাল দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্তা সংস্থা সাফ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করবে বাংলাদেশ।
টুর্নামেন্টের গ্রুপিং হয়েছিল আগেই। এবারের প্রকাশ করা হল ম্যাচের দিনক্ষণ।
আগামী ১৭ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসর। সবশেষ ২০২২ সালে স্বাগতিক নেপালকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।