আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হতে বাকি আর এক মাস। ঘরের মাঠে খেলার সুযোগ হারালেও বাংলাদেশ নারী দল প্রস্তুতি কমতি রাখছে না। এ মাসজুড়ে তারা টানা ম্যাচ খেলার মধ্যেই থাকছে। শ্রীলঙ্কায় সাতটি ম্যাচের সঙ্গে বিশ্বকাপের আগে দুটি শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাচ্ছে তারা।
বিসিবি এরই মধ্যে বিশ্বকাপের জন্য একটি দল আইসিসিকে পাঠিয়ে দিয়েছে। তবে তারা দল ঘোষণা করবে আগামী সপ্তাহের শেষে। সূত্র জানায়, বিশ্বকাপ খেলতে ২৫ সেপ্টেম্বর আরব আমিরাতে রওনা দেবে বাংলাদেশ নারী দল। দুবাইয়ের আইসিসির একাডেমি মাঠে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ ও ৩০ সেপ্টেম্বর। প্রস্তুতি ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।