পোস্ট কার্ড মিলিয়ে দিল পরিবারটিকে

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৮

পোস্ট কার্ডটি এক ভাই তাঁর বোনকে পাঠিয়েছিলেন। ১ বা ২ বছর আগে নয়, পাক্কা ১২১ বছর আগে। এত বছর পর পোস্ট কার্ডটি গন্তব্যে এসেছে। তবে বেঁচে নেই প্রেরক-প্রাপকের কেউ। আছেন তাঁদের উত্তরসূরিরা। বহু পুরোনো এই পোস্ট কার্ডের সূত্র ধরেই একজন নারী খুঁজে পেলেন তাঁর হারানো স্বজনদের। পারিবারিকভাবে এক পুনর্মিলনীও হয়েছে তাঁদের।


অবাক করা এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের সোয়ানসি শহরে। গত আগস্টের শুরুর দিকে পোস্ট কার্ডটি গন্তব্যে পৌঁছেছে। একই এলাকায় পোস্ট কার্ডের গন্তব্যস্থলের অদূরেই থাকেন ৫৮ বছর বয়সী হেলেন রবার্টস। পোস্ট কার্ড তাঁর দাদার শৈশবের বাড়ির ঠিকানায় আসে। দাদার ঠিকানা এখনো মনে করতে পারেন হেলেন।



১২১ বছর আগে ওই পোস্টকার্ড পাঠিয়েছিলেন হেলেনের দাদার ভাই এওয়ার্ট। প্রাপক ছিলেন এওয়ার্টের বোন লিদিয়া। ওই সময় এওয়ার্ট ওয়েলসের উপকূলীয় শহর ফিশগার্ডে নিজের দাদার বাড়িতে থাকতেন। সেখান থেকেই বোনের কাছে পোস্ট কার্ড পাঠিয়েছিলেন তিনি।


পুরোনো পোস্ট কার্ডটির হদিস পাওয়ার পর অনলাইনে নিজের পরিবারের উৎস-বিন্যাস (ফ্যামিলি ট্রি) খুঁজতে শুরু করেন হেলেন। পরে লিদিয়ার পরিচয় বের করার সূত্রে আত্মীয়তার সম্পর্কের যোগসূত্র খুঁজে পান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us