বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে আটার দাম

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩

দেশে গমের মজুত চাহিদার তুলনায় বেশি। আন্তর্জাতিক বাজারে দামও পড়তির দিকে। এতে স্থানীয় বাজারে আটার দাম কমার কথা। কিন্তু ঘটছে উল্টোটা। কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে আটার দাম।


দেশে গমের চাহিদা ৭০ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় ১০ লাখ টন। বাকিটা বিদেশ থেকে আমদানি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৬৯ লাখ টন গম আমদানি হয়েছিল। আমদানির সঙ্গে দেশে উৎপাদিত গম যোগ করলে গমের উদ্বৃত্ত মজুত থাকার কথা। সরবরাহে সংকট না থাকায় দাম বাড়ারও কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। তাঁরা মনে করেন, বাজারে সরকারি সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও নজরদারি না থাকার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।



পুরান ঢাকার মৌলভীবাজারে এক সপ্তাহ আগেও ভালো মানের প্রতি কেজি খোলা আটা বিক্রি হয়েছিল ৩৬-৩৮ টাকায়। গতকাল শনিবার তা ৪০ টাকায় বিক্রি হয়। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় বাজারে আটার দামে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সেখান ব্যবসায়ী সিরাজুল ইসলাম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us