গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকাল ৭টা ৪০ মিনিটে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সজিব মোল্লা। তিনি জানান, বাসের চাকা ব্লাস্ট হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন।
ফায়ার ফাইটার সজিব মোল্লা জানান, ইমাদ পরিবহন একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। এ সময় মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া যায়। এখনো পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ২০ জনের বেশি হবে।